ডিএমপি নিউজঃ কুয়েতের নতুন যুবরাজ শেখ মিশাল আল আহমদ আল জাবের আল সাবাহ। বুধবার (৭ অক্টোবর) নতুন আমির শেখ নওয়াফ আল আহমাদ নতুন যুবরাজের নাম ঘোষণা করেন।
শেখ আহমদ আল-জাবের আল-সাবাহের সপ্তম পুত্র যুবরাজ শেখ মিশাল ১৯৪০ খ্রিস্টাব্দে কুয়েতে জন্মগ্রহণ করেন এবং ১৯৬০ সালে যুক্তরাজ্যের হেন্ডন পুলিশ কলেজ ও আল-মুবারাকিয়া স্কুলে পড়াশোনা করেন।
নব নিযুক্ত নায়েবে আমির যুবরাজ শেখ মিশাল ১৯৬৭ থেকে ১৯৮০ পর্যন্ত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। সর্বশেষ ন্যাশনাল গার্ডের ডেপুটি চীফ হিসেবে কর্মরত ছিলেন।
গত সপ্তাহে কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদের মৃত্যু হলে নায়েবে আমির শেখ নওয়াফ নতুন আমির নিযুক্ত হন এবং যুবরাজের পদটি শুন্য হয়।