সহজ শর্ত ও নামমাত্র মুনাফায় দেশব্যাপী কৃষক ও ভোক্তার অধিকার সুরক্ষায় ১০০টি সমবায় সমিতিকে প্রায় ১৩ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে।
বর্তমান সরকারের ভিশন ও উন্নয়ন ভাবনা বাস্তবায়নে বাংলাদেশ সমবায় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গ্রামীণ কৃষি ও অকৃষি খাতে জামানত বিহীন এ ঋণ দেয়া হচ্ছে।
আজ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো: মসিউর রহমান রাঁঙ্গার সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকার ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণা দিয়েও তা না দেয়ায় সমবায় কৃষকরা বঞ্চিত হন। এ ঋণের মুনাফা ও দন্ড মুনাফা বাবদ বর্তমান সরকার বাংলাদেশ সমবায় ব্যাংকের মাধ্যমে ১০০ কোটি টাকার বেশি অর্থ প্রদান করেছে।
সভায় জানানো হয়, নারায়ণগঞ্জে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন ৯তলা বিশিষ্ট বাংলাদেশ সমবায় ব্যাংক কমপ্লেক্স নির্মাণের কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে।
কারিগরি প্রতিষ্ঠান এআরকে-কেটি-এফএ-জেভির প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ভবনটির শতকরা প্রায় ৬০ ভাগ কাজ সম্পন্ন করেছে। ভবনটি নির্মিত হলে নারায়ণগঞ্জ জেলার সমবায়ীদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটবে।
সভায় অন্যান্যের মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়, ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ব্যাংকের মহাব্যবস্থাপক নিতাই পদ দাস, মোঃ শাজাহান প্রমুখ আলোচনায় অংশ নেন।