বিহারের ২১০০ কৃষকের ব্যাংক থেকে নেওয়া ঋণ শোধ করলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। নিজের ব্লগে এই ঋণ শোধের বিষয়টি কৃষকদের জন্য তার উপহার হিসাবে বর্ণনা করেছেন অমিতাভ ।
বুধবার (১২ জুন) নিজের বাসভবনে মেয়ে শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চনের হাত দিয়ে এই চেক কৃষকদের হাতে তুলে দেন অমিতাভ বচ্চন। কৃষকদের হাতে চেক তুলে দেওয়ার বেশকিছু ছবিও নিজের ব্লগে দিয়েছেন তিনি। তবে এই প্রথম নয়, এর আগে গত বছর উত্তরপ্রদেশের কৃষকদের ঋণও শোধ করেছিলেন অমিতাভ বচ্চন। এদিকে শুধু কৃষকদেরই পুলওয়ামাকাণ্ডে মৃত জওয়ানদের স্ত্রীদের হাতেও টাকা তুলে দেন বিগ বি। নিজের ব্লগে ৭৬ বছরের অভিনেতা লিখেছেন, আরও একটা প্রতিশ্রুত পূরণ হল।
প্রসঙ্গত, শিগগিরই অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীর-আলিয়াদের সঙ্গে দেখা যাবে বিগ বি-কে।