বর্তমান সরকারের আমলে দেশ কৃষিক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ।
শুক্রবার সন্ধ্যায় এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গত আট বছরে দেশে বিপুল পরিমাণ খাদ্য উৎপাদিত হয়েছে এবং বর্তমানে বাংলাদেশ একটি খাদ্য রপ্তানিকারক দেশ।’
চ্যানেল আই জেলার পবা উপজেলার কসবা উচ্চ বিদ্যালয় মাঠে ‘কৃষি বাজেট, কৃষকদের বাজেট’ শিরোনামে এই সমাবেশের আয়োজন করে।
সভায় বক্তৃতা করেন সংসদ সদস্য আয়েন উদ্দীন, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকা-কে এগিয়ে নিতে কৃষিখাত গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে থাকে। তিনি মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানান।
তিনি বর্তমানে পানি পরিস্থিতিতে চাপের কথা উল্লেখ করে ছোট ছোট দানার ইউরিয়া ব্যবহারের পাশাপাশি ক্ষরা-প্রবণ বরেন্দ্র এলাকায় অপেক্ষাকৃত কম সেচের ফসল যেমন- গম, ডাল ও তৈল-বীজ চাষ বাড়ানোর আহবান জানান।
আলোচনায় অংশ নিয়ে অনেক কৃষক আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটে এই অঞ্চলের কৃষি ও কৃষি-প্রক্রিয়াকরণকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন ।