বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়েও ড্র করল আর্জেন্টিনা। ম্যাচটি শেষ হয় ১-১ গোলের সমতায়।
ম্যাচের ২১ মিনিটে অ্যাঞ্জেল রোমেরো পেনাল্টি থেকে গোল লিড নেয় প্যারাগুয়ে। আর্জেন্টিনাও একের পর পাল্টা আক্রমণ করতে থাকে। তারই ধারবাহিকতায় সফলতা পায় তারা। ৪১ মিনিটে গোল করেন আর্জেন্টাইন তারকা নিকোলাস গনজালেজ। কর্নারে দর্শনীয় হেডে বল জালে পাঠান তিনি।
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে মেসি গোল করলেও সেটি প্রথমে করা এক ফাউলের কারনে বাতিল হয়। ফলে, ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।