রাজধানীর শাহবাগ এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর পরিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা-রমনা বিভাগ।
গ্রেফতারকৃত ইয়াজ আল রিয়াদ শাহবাগ থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামী। তাকে ৭ দিনের রিমাণ্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।