করোনাভাইরাসের বিরূপ প্রভাব পড়েছে বিশ্বের ক্রিয়াঙ্গণেও। এই ভাইরাসের জন্য সারাবিশ্বে খেলাধুলা বন্ধ হয়ে আছে। ফলে এই মুহূর্তে অর্থনৈতিক সঙ্কটের সামনে রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। আর এটি কাটাতে কর্মী ছাঁটাই থেকে শুরু করে দলের প্রধান কোচকে পার্ট টাইমার হিসেবে নিযুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
এমন অবস্থায় ২০২০-২১ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়ের নতুন তালিকা প্রকাশ করলো সিএ। নতুন চুক্তিতে এসেছে ব্যাপক রদবদল। সর্বশেষ কেন্দ্রীয় চুক্তি থেকে ছিটকে গেছেন ৬ জন পুরুষ ক্রিকেটার। আর দেশটির নারী ক্রিকেটের চুক্তি থেকে বাদ পড়েছেন দুইজন।
পুরুষ ক্রিকেটে বাদ পড়াদের তালিকায় রয়েছেন ব্যাটসম্যান উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস। আর অল রাউন্ডার মার্কাস স্টয়নিস ও নাথান-কুল্টার-নাইলও জায়গা ধরে রাখতে পারেননি। তাদের ছয়জনের জায়গায় নতুন করে ছয়জন যুক্ত হয়েছেন তালিকায়।
খুব অনুমেয়ভাবে পুরুষ ক্রিকেটে নতুন চুক্তিতে যুক্ত হয়েছেন গত বছরের চমক মার্নাস লাবুশেন। তাঁর সঙ্গে আছেন অ্যাস্টন আগার, জো বার্নস, কেন রিচার্ডসন, ম্যাথু ওয়েড ও মিচেল মার্শ। নতুন যুক্ত হওয়া খেলোয়াড়দের নিয়ে দেশটির ক্রিকেটের প্রধান নির্বাচক ট্রেভর হন্স বলেন,
‘মার্নাসের উত্থান ছিল অসাধারণ। তাঁর জায়গা পাওয়াটা অনুমেয়। জো বার্নস খুব ভালো একজন টেস্ট ক্রিকেটার, অ্যাস্টন আগার টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত খেলেছে শেষ এক বছর। এদিকে কেন রিচার্ডসন ও মিচেল মার্শ সাদা বলের ক্রিকেটে নিজেদের কার্যকরী হিসেবে প্রমাণ করেছে। আর ম্যাথু ওয়েড শেষ অ্যাশেজ থেকে নিজেকে টেস্টে দারুণভাবে প্রমাণ করে গেছে।’
এদিকে যারা বাদ পড়ে গেছে তাঁরা জাতীয় দলে সুযোগ পেয়ে কাঙ্খিত পয়েন্ট অর্জনের মাধ্যমে আবার চুক্তিতে ফিরতে পারবে বলেও জানায় ট্রেভর হন্স। সেক্ষেত্রে পয়েন্ট হিসেব হবে টেস্টে খেলার জন্য ৫ ও ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলার জন্য পাবে ২ পয়েন্ট করে। এভাবে ন্যূনতম ১২ পয়েন্টের বেশি করে অর্জন করতে হবে।
অন্যদিকে নারী ক্রিকেটের চুক্তি থেকে বাদ পড়েছেন দুই টপঅর্ডার নিকোল বোল্টন ও এলিস ভিলানি। চুক্তিতে জায়গা করে নিয়েছেন ফাস্ট বোলার টায়লা লিমিঙ্ক ও দুই অলরাউন্ডার তাহিয়া ম্যাকগ্রা এবং অ্যানাবেল সাদারল্যান্ড।
২০২০-২১ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি তালিকা (পুরুষ):
অ্যাস্টন আগার, জো বার্নস, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, টিম পেইন, জেমস প্যাটিনসন, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।
২০২০-২১ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি তালিকা (নারী):
তাহিয়া ম্যাকগ্রা, নিকোলা ক্যারে, অ্যাশ গার্ডনার, রাচেল হেইনস, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যালিসা হিলি, জেস জোনাসেন, ডেলিসা কিমিনস, মেগ লেনিং, সোফি মোলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, টায়লা লিমিঙ্ক এবং জর্জিয়া ওয়ারহাম।