চলতি মৌসুমে ঘরোয়া পাঁচ খেলায় নিষেধাজ্ঞার কারণে লা লিগায় এখনও মাঠে নামতে পারেননি রোনালদো। তিন খেলায় পাঁচ গোল করে এগিয়ে গেছেন মেসি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এক খেলায় দু’জনেই করেছেন জোড়া গোল। বোঝাই যাচ্ছে, এবারও প্রতিদ্বন্দ্বিতা হবে সমানে সমান। লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যু-তে আগামী ২০ সেপ্টেম্বর রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামতে পারবেন রোনালদো।
তাদের দু’জনের মধ্যে কে সেরা- এই বিতর্কে অধিকাংশ সময়ই যুক্তির তুলনায় আবেগটাই প্রাধান্য পায় ফুটবল ভক্তদের মধ্যে। কিছু পরিসংখ্যান জানা থাকলে যা হতে পারে আরো আগ্রহউদ্দীপক।কে সেরা? লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? বরাবরের মতো ২০১৭-১৮ মৌসুমের শুরুতেও বিতর্কটা চলছে।
লা লিগায় তিন খেলায় পাঁচ গোল করেছেন মেসি। রোনালদো লা লিগার কোন ম্যাচ এখনও খেলতে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগে এক খেলায় জোড়া গোল করেছেন দু’জনেই। অন্যান্য প্রতিযোগিতায় দুই খেলায় একটি করে গোল করেছেন তারা। একটি পেনাল্টি গোল ছাড়া একটিতে মিস করেছেন মেসি। আছে একটি হ্যাটট্রিক। ম্যাচপ্রতি গোলের হার ১.৩৩। রোনালদো একটি পেনাল্টি গোল করেছেন। কোন হ্যাটট্রিক নেই। ম্যাচপ্রতি গোলের হার ১।
সব ধরনের প্রতিযোগিতায় মেসি ৫৪টি পেনাল্টি গোল করেছেন। মিস করেছেন ১৬টি। আর্জেন্টাইন তারকার হ্যাটট্রিক সংখ্যা ৩৬টি। ম্যাচপ্রতি গোলের হার ১.০২। বিপরীতে রোনালদো ৭৩টি পেনাল্টি গোল করেছেন। মিস করেছেন ১২টি। হ্যাটট্রিক করেছেন ৪২ বার। ম্যাচ প্রতি গোলসংখ্যা ১.০৩।