বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তিনি তাঁর দ্বিতীয় দফার মেয়াদ শেষের বছর তিনেক আগেই জানিয়ে দিয়েছেন পদ ছাড়ার কথা। আর তার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। কে হবেন বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট!
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর পরামর্শদাতা হিসেবেই কাজ করেন কন্যা ইভাঙ্কা ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্টের মেয়ে পেতে পারেন আরও বড় দায়িত্ব। তিনি এবার হতে পারেন বিশ্বব্যাংকের সর্বময় কর্ত্রী।
বেশ কয়েকটি নাম ঘুরছে ওই পদের জন্য। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম ইভাঙ্কার। দৌড়ে রয়েছে নিকি হ্যালেও। নিকি জাতিসঙ্ঘের দূত ছিলেন। সম্প্রতি তিনি ওই পদ থেকে ইস্তফা দিয়েছেন। এছাড়াও তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি নাম।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হয়েছিল বিশ্বব্যাংক। ওই ব্যাঙ্কের অধিকাংশ শেয়ার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। তাই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কে হবেন, তা কার্যত ওই দেশই ঠিক করে দেয়।
২০১২ সালেও জিম ইয়ং কিমকে বেছে ছিল তারা। কিন্তু সেবার কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। কিন্তু নির্বাচনে লড়ে এই পদে আসতে হয়েছিল। এবারও তেমন কিছু হতে পারে বলে মনে করা হচ্ছে। তার পরও যদি ট্রাম্প কন্যা দায়িত্ব পান, তাহলে তা নজিরবিহীন হতে পারে বলে মনে করা হচ্ছে।