কোচিং বাণিজ্য বন্ধ ও অতিরিক্ত ভর্তি ফি আদায় বন্ধ করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ (১৪ জানুয়ারি ২০১৯) সোমবার নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ, অধিদফতর, দফতরসহ ও বিভিন্ন উইং প্রধানদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন বলে জানা গেছে।
বৈঠকের বিষয়ে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘গত ১০ বছরে ব্যাপক উন্নয়ন কাজ শিক্ষায় হয়েছে। আজ আমরা মন্ত্রণালয়ের প্রশাসনিক বিন্যাস জানলাম। প্রশাসনিক বোঝাপড়া হয়েছে বৈঠকে। আমাদের ইমিডিয়েট ইস্যুগুলো নিয়েও আলোচনা করেছি।’
কোচিং বন্ধের বিষয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘এটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া যাবে তা নয়। তবে কোচিং নিয়ে বাণিজ্য বন্ধ করতে হবে। সব শিক্ষার্থী একাডেমিক ক্যাপাসিটি এক থাকে না। কেউ এক্সট্রা সাপোর্ট চায়। কিন্তু যেটা দেওয়া কথা সেটা না করে যদি বাণিজ্যিকভাবে কেউ চালায়…।’
প্রশ্নপত্র ফাঁস ও ঝুকির বিষয়ে উপমন্ত্রী বলেন, ‘শিক্ষা খাতে সব সময় ঝুঁকি থাকবে, প্রতিদিন নতুন ঝুঁকি তৈরি হবে। সম্প্রতি ভারতেও প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এটা (প্রশ্ন ফাঁস রোধ) অ্যাডহক ব্যাসেসে করতে হবে। সুতরাং আমরা মনে করি, আমাদের রেসপন্সিভ থাকাটাই গুরুত্বপূর্ণ, আর নিয়মিত মনিটরিং থাকতে হবে। পাবলিক পরীক্ষাসহ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে যেসব ঝুঁকি রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে কীভাবে ওভারকাম করা যায়। মূল আলোচনা ছিলো শিক্ষা খাত নিয়ে সার্বিক আলোচনা।’