ডিএমপি নিউজঃ রাজধানীর পল্লবী থানা এলাকায় ১৪ বছরের এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে এক শিক্ষককে জনগনের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই শিক্ষকের নাম মোঃ সুজন (২৪)।
গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর পল্লবী থানা এলাকার মর্নিং গ্লোরি স্কুলে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
পল্লবী থানা সূত্রে জানা যায়, আজ ১৭ আগস্ট (বৃহস্পতিবার) ভিকটিমের বাবা থানায় এসে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
অভিযোগে ভিকটিমের বাবা জানান, তার মেয়ে পল্লবী থানা এলাকায় অবস্থিত মর্নিং গ্লোরী নামক স্কুলে ৯ম শ্রেনীতে পড়াশুনা করে। উক্ত স্কুলের সহকারী শিক্ষক সুজন কয়েক দিন যাবত তার মেয়েকে স্কুলে কোচিং করার সময় বিভিন্ন খারাপ প্রস্তাব দিয়ে উক্ত্যক্ত করে আসছিল।
ঘটনার দিন ১৬ আগস্ট’১৭ বিকালের দিকে তার মেয়ে মর্নিং গ্লোরী স্কুলে কোচিং করার জন্য যায়। কোচিং শেষে রাত অনুমান ০৮.০০ টার দিকে তার মেয়ে অন্যান্য ছাত্র-ছাত্রীদের সাথে বাসায় যাওয়ার সময় সুজন কোচিং য়ের নোট দেওয়ার কথা বলে তার মেয়েকে থাকতে বলে।
সুজনের কথামত তার মেয়ে রাত্র ০৮.৩০ টার দিকে স্কুলের অফিস রুমে গেলে সুজন অফিস রুমের দরজা আটকিয়ে দেয়। তারপর বিবাহের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।
ভিকটিম চিৎকার দিলে আশে পাশের লোকজন এসে সুজনকে আটক করে। উপস্থিত লোকজন পল্লবী থানায় সংবাদ দিলে থানার টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত সুজনকে গ্রেফতার করে।