আইসিসি আচরণবিধির ২.৭ লঙ্ঘন করেছেন ল। সেখানে ‘জনসম্মুখে আন্তর্জাতিক কোনো ম্যাচ, বা কোনো খেলোয়াড়, খেলোয়াড়ের সহযোগী, ম্যাচের কর্তাব্যক্তি কিংবা আন্তর্জাতিক কোনো ম্যাচ নিয়ে সমালোচনা’ সম্পর্কিত আইন ভঙ্গ করায় তাঁকে এই শাস্তি দিয়েছে আইসিসি। গত বছরের ডমিনকা টেস্টেও তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ধার্য করা হয়েছিল। ল অবশ্য নিজের দোষ স্বীকার করে নিয়েছেন।
হায়দারাবাদ টেস্টের ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ব্যাটিং ইনিংসে এই ঘটনা ঘটে। কিরান পাওয়েল যখন নয়টি বল খেলার পর শূন্য রানে ফিরে যাচ্ছিলেন, তখন সেটি মেনে নিতে পারেননি ল। রবিচন্দন অশ্বিনের বলে প্রথম স্লিপে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়েন পাওয়েল। তবে টিভিতে স্পষ্ট করে দেখা যাচ্ছিল না বল মাটিতে বাউন্স করেছে নাকি রাহানের হাত বলের নিচে ছিল। এমন অবস্থায় আউট হিসেবে ঘোষিত হন তিনি। আর এতেই চটেছেন কোচ ল। তিনি তখনই টেলিভিশন আম্পায়ারের কাছে গিয়ে প্রতিক্রিয়া দেখান এবং চতুর্থ আম্পায়ারের কার্য এলাকায় এসে ক্ষোভ প্রকাশ করেছেন।
অবশ্য ল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে ইতিমধ্যে কাগজপত্র জমা দিয়েছেন। আগামী ডিসেম্বর থেকেই মিডলসেক্সের কোচ হিসেবে যোগদান করবেন তিনি। ভারত সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য তাঁকে দলে পাবে ওয়েস্ট ইন্ডিজ।