আবারও কোটির ঘরে অপূর্ব। তার অভিনীত ‘ব্যাচ ২৭ দ্য লাস্ট পেজ’ শিরোনামের নাটকটি ইউটিউবে কোটি ভিউয়ার্স অতিক্রম করলো। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। নাটকটি কোটির ঘর অতিক্রম করায় বেশ উচ্ছ্বসিত অপূর্ব। তিনি বলেন, আমার ২য় টেলিভিশন নাটক ইউটিউবে এই মাইলফলক অর্জন করলো। এই জন্য দর্শকদের ধন্যবাদ। তারা আমার পাশে আছেন। তাদের জন্যই আমি কাজ করি।
এর আগে মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকটি দিয়ে দারুণ আলোচনায় আসেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। টিভি নাটকের মধ্যে সেটিই অল্প সময়ে প্রথম কোটি ভিউর্য়াসের ঘরে আসে। এরপর আরও বেশ কিছু আলোচিত নাটকে অভিনয় করেন এই অভিনেতা। এদিকে এই অভিনেতা বর্তমানে আসছে ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান।