ডিএমপি নিউজঃ রাজধানীর সদরঘাট এলাকা থেকে চার লাখ ৩০ হাজার টাকাসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, আরফান সরকার (৪০), খোকন চন্দ্র ধর (৪৫) ও আলমগীর (৪০)।
কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুর আলম বলেন, বৃহস্পতিবার রাতে সদরঘাট এলাকা থেকে প্রথমে আরফানকে এবং পরে বাকি দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৮ ডিসেম্বর ডাকাতি হওয়া ৪ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি বলেন, ১৮ ডিসেম্বর বিকালে কোতোয়ালী থানার প্রসন্ন পোদ্দার লেনে ফল ব্যবসায়ী মো. ওয়াহেদের দুই কর্মচারি ইমতিয়াজ ও সাহাবুদ্দিনকে মারধর ও চোখে গুল দিয়ে ৩১ লাখ ৩৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় ব্যবসায়ী ওয়াহেদ মামলা করেছেন।
তিনি বলেন, ওই দিন ইমতিয়াজ ও সাহাবুদ্দিন ন্যাশনাল ব্যাংক থেকে ২৭ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করেন এবং মালিকের বাদামতলীর ফলের আড়ৎ থেকে ৩ লাখ ৯৬ হাজার টাকা নিয়ে ওয়ারীতে হেঁটে যাচ্ছিলেন। পথে ডাকাতদল তাদেরকে মারধর করে টাকাগুলো ছিনিয়ে নেয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ডাকাত দলে ছয়জন রয়েছে। দোকান কর্মচারি ইমতিয়াজ ও সাহাবুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের গ্রেফতার ও বাকি টাকা উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।
খোকন, আরফান ও আলমগীরের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।