ডিএমপি নিউজঃ রাজধানীর কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম মোঃ ইকবাল হোসেন ও মোঃ নূরনবী। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আজ শুক্রবার (১৮ মার্চ ২০২২) বেলা ৩:৩০টায় কোতয়ালী মডেল থানার আহসান উল্লাহ রোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী কোতয়ালী মডেল থানার আহসান মঞ্জিল গেট সংলগ্ন ফলের আরতের সামনে ফেন্সিডিল সরবরাহের জন্য আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইকবাল ও নূরনবীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।