সোমবার (১৫ জুলাই) মাঠে গড়াবে কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনাল। শিরোপা নির্ধারণী মঞ্চে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি।
বাংলাদেশে টি-স্পোর্টসে ফাইনাল ম্যাচ দেখা যাবে। এ ছাড়া অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও দেখা যাবে খেলা। আর ভারতের সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপেও খেলা উপভোগ করা যাবে। সূত্র: আরটিভি নিউজ