তৃতীয় সারির দলের কাছে হেরে একদিন আগেই কোপা ডেল রের শেষ বত্রিশ থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। পরের রাতে বার্সাকে কাঁপিয়ে দিল কোর্নেয়া। উসমানে ডেম্বেলে ও মার্টিন ব্র্যাথওয়েটের গোলে অবশ্য শেষরক্ষা পেয়েছে মেসিবিহীন বার্সেলোনা। পৌঁছে গেছে কোপা ডেল রের শেষ ষোলোয়।
বৃহস্পতিবার রাতে কোর্নেয়ার মাঠে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের গোলে ২-০ ব্যবধানের জয় তুলে ফিরেছে বার্সেলোনা।
গত রাউন্ডে দুর্দান্ত ফর্মে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় করেছিল এই কোর্নেয়াই। তৃতীয় সারির দলটি এদিন নিষেধাজ্ঞায় থাকা মেসির অনুপস্থিতিতে বেশ পরীক্ষা নিয়েছে অতিথি ফরোয়ার্ডদের।
প্রথমার্ধে পিয়ানিচ, গ্রিজম্যানের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও মেলেনি গোল। এর মাঝে পেনাল্টি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন বদলি নামা ডেম্বেলে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
ম্যাচের ৯২ মিনিটে সেই ডেম্বেলেই অবশ্য নায়ক দর্শনীয় এক গোল করে। মার্টিন ব্র্যাথওয়েট ১২০তম মিনিটে দ্বিতীয় গোলটি করলে স্বস্তির জয় তোলে বার্সা। দুটি গোলেই সহযোগী ছিলেন তরুণ পেদ্রি।
মাঝে ১১৮তম মিনিটে স্বাগতিকদের আলবার্ট দ্বিতীয় হলুদকার্ডে লাল হয়ে মাঠ ছাড়েন।