চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন সম্পর্কের তৈরি হয়েছে।ফলে কোরীয় উপদ্বীপে এখনো শান্তিপূর্ণ উপায়ে পরমাণু নিরস্ত্রীকরণ সম্ভব বলে মনে করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। গত শুক্রবার পেন্স তার এই আশাবাদের কথা জানান। খবর রয়টার্স।
অস্ট্রেলিয়ায় এক সংবাদ সম্মেলনে পেন্স বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের আঞ্চলিক মিত্ররা ও চীন চাপ প্রয়োগ করলে আমরা হয়তো শান্তিপূর্ণ উপায়ে পরমাণু অস্ত্রমুক্ত কোরিয়া উপদ্বীপের এক ঐতিহাসিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হবো।’ তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত চীন যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তাতে আমরা খুবই উৎসাহিত হয়েছি।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পরস্পরের বিরুদ্ধে ‘উস্কানিমূলক’ পদক্ষেপ নেয়ায় কোরিয়া উপদ্বীপে বর্তমানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এরপর গত শনিবার এক সামরিক প্যারেডে ট্যাংক এবং অন্যান্য সামরিক সরঞ্জামসহ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের বড় ধরনের প্রদর্শনী করে নিজেদের সামরিক শক্তি তুলে ধরে উত্তর কোরিয়া। সেদিন দেশটির নেতা কিম জং উন বলেন, ‘প্রয়োজনে পরমাণু হামলার জন্য প্রস্তুত পিয়ংইয়ং।