কোহলির অতিমানবীয় ইনিংসের উপর ভর করে পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেটের জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করলো ভারত।
আজ (রবিবার) মেলবোর্নে অনুষ্ঠিত এই ম্যাচে ৯০ হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান।
জবাবে ব্যাটে করতে শুরুতেই চাপে পড়ে ভারত। ৩১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর শুরু হয় বিরাট কোহলি ও হার্ডিক পান্ডিয়া শো।
তাদের ৭৮ বলে ১১৩ রানের জুটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ২০ ওভারের একদম শেষ বলেই জয় পায় ভারত। ৫৩ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন কোহলি।