ইনস্টাগ্রামে প্রতিদিনই ফলোয়াড়ের সংখ্যা বাড়ছে বিরাট কোহলির ৷ বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে রিচ লিস্টের প্রথম ১০-এ রয়েছেন ভারত অধিনায়ক ৷ বাইশ গজের বাইরে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বিরাটের ছবি হটকেকের মতো বিক্রি হয় ৷ শুনলে অবাক হবেন ইনস্টাগ্রামে বিরাট কোহলির একটি পোস্টের মূল্য ১৯৬ হাজার মার্কিন ডলার ৷ বাংলাদেশী মুদ্রায় যার মূল্য আনুমানিক ১ কোটি ৬৫ লক্ষ টাকার বেশি ৷
শুধু বাইশ গজে ব্যাট হাতে কেরামতি দেখিয়ে নয়, বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি টাকা আয় করেছেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট ম্যান ৷ ইনস্টাগ্রামে তার ফলোয়াড়ের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিরাটের পোস্ট ভ্যালুও বাড়তে থাকে ৷ এই মুহূর্তে বিরাটের ইনস্টাগ্রাম ফলোয়াড় হল ৩৬ লক্ষ ১৫৯ হাজার ৭৭৬ জন ৷ হোপার হেডকোয়ার্টারে প্রকাশিত তথ্য অনুযায়ী ২০১৯-এ ইনস্টাগ্রামে ক্রীড়াবিদ হিসেবে বিশ্বের মধ্যে রিচ লিস্টে ৯ নম্বরে রয়েছেন কোহলি ৷ এক নম্বরে রয়েছেন ফুটবলের মেগাস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷
ইনস্টাগ্রাম পোস্টে আয়ে সবার শীর্ষে রয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা রোনাল্ডো । একটি ইনস্টা পোস্ট থেকে সিআর সেভেনের আয় ভারতীয় মুদ্রায় ৬ কোটি ৭২ লক্ষ ১৩ হাজার। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডোর এই মুহূর্তে ইনস্টাগ্রাম ফলোয়াড়ের সংখ্যা ১৭৬ মিলিয়ন৷ আয়ের বিচারে রোনাল্ডের পরে রয়েছেন ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমার, আর্জেন্তাইন অধিনায়ক লিওনেল মেসি ৷ তার পর রয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহ্যাম৷ তালিকায় প্রথম চার জনই ফুটবলার ৷ পাঁচ নম্বরে রয়েছেন মার্কিন বাস্কেটবল খেলোয়াড় লে বোর্ন জেমস৷