বিরাট কোহলি-সূর্যকুমার যাদবের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো ভারত। হায়দরাবাদে অজিদের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয়ে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিলো স্বাগতিকরা।
সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে অজিদের আগে ব্যাটিংয়ে পাঠায় ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে ১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে কোহলিরা।
হায়দরাবাদে এদিন আগে ব্যাট করতে নেমে আচমকা ওপেনার বনে যাওয়া ক্যামেরন গ্রিন আজও ব্যাট হাতে ঝড় তোলেন। ২১ বলে ৭টি চার ও ৩টি ছয়ে করেন ৫২ রান। যদিও টপ অর্ডারে অন্য কারো তেমন সাহায্য পাননি তিনি।
শেষদিকে এই সিরিজে অভিষিক্ত টিম ডেভিড ২৭ বলে ২টি চার ও ৪টি ছয়ে ৫৪ রান করলে এবং তার সঙ্গে জস ইংলিশ ২৪ ও ড্যানিয়েল স্যামস ২৮ রান করলে বড় সংগ্রহ পায় অজিরা।
১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে ভারত। এরপর তৃতীয় উইকেটে কোহলি-সূর্যকুমার ১০৪ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। সূর্যকুমার ৩৬ বলে ৫টি করে চার-ছয়ে ৬৯ রান করে ফিরলে ভাঙে জুটিটি।
সূর্যকুমার ফিরলেও কোহলি হার্দিক পান্ডিয়াকে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যায়। জয় থেকে ৪ রান দূরে থাকতে কোহলি ব্যক্তিগত ৬৩ রান করে ফেরেন। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছয়ের মার। কোহলির বিদায়ের পর ১৬ বলে ২টি চার ও ১টি ছয়ে ২৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হার্দিক।