ডিএমপি নিউজ: ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ক্যান্টনমেন্ট থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) বদলী করা হয়েছে। বদলীকৃত ওই পুলিশ কর্মকর্তা হলেন কাজী সাহান হক। তিনি ইতিপূর্বে রামপুরা থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
৯ জুন, ২০১৮ ঢাকা মেট্রোপলিটন সদর দফতর থেকে এক অফিস আদেশে কাজী সাহানকে অফিসার ইনচার্জ হিসেবে বদলী করা হয়।
একই আদেশে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমানকে গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগে, রামপুরা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক(অপারেশন) কে একই থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) ও গোয়েন্দা দক্ষিণ বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ ইকবাল হোসেনকে হাতিরঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলী করা হয়েছে।