ক্যারিবিয়ানদের সাথে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ১০৪ রানে বেঁধে ফেলে ম্যাচ জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ভারতীয় বোলাররা ৷ বাকি কাজটুকু করে দিলেন রোহিত ‘দ্য হিটম্যান’৷
১০৫ রানের সহজতম টার্গেট তাড়া করতে নেমে অর্ধশতরান হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে ফিরলেন রোহিত ৷ ১৪.৫ ওভার খেলেই কোহলি–রোহতিরা ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া টার্গেট পূরণ করে ফেলল।
ডান হাতি ওপেনারের রোহিতের ঝড়ো হাফ সেঞ্চুরি এল মাত্র ৩৭ বলে ৷ ম্যাচ জিতে যখন মাঠ ছাড়লেন নামের পাশে ৫৬ বলে ৬৩ ৷ ব্যাটিং কিংবা বোলিং কোনও বিভাগেই কোহলিদের টক্কর দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৯ উইকেটে পঞ্চম ওয়ান ডে জিতে নিল কোহলিব্রিগেড ৷ ২১১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত ৷ সেই সঙ্গে সিরিজ জিতে নেয় ৩–১ ।