ক্যারিবিয়ান সাগরে ডাচ হেলিকপ্টার ভেঙে পড়ে পাইলটসহ দুজনের মৃত্যু হয়েছে।
ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, ওই কপ্টারে মোট চারজন ছিলেন। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। আর্মড ফোর্সের প্রধান রব বাউয়ের জানিয়েছেন, হেলিকপ্টারটি কী কারণে ভেঙে পড়েছে, তা এখনও বোঝা যায়নি। জানানো হয়েছে, ওই কপ্টারটি উপকূল এলাকায় নজরদারি চালাচ্ছিল। দ্বীপের উপকূলে প্রায় ১২.৫ কিমি দূরে এটি ভেঙে পড়ে।
দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন, ৩৪ বছর বয়সী পাইলট ক্রিস্টিন মার্টেনস এবং ৩৩ বছরের ট্যাকটিকাল কো-অর্ডিনেটর এরউইন ওয়ার্নিস। কপ্টারের বাকি দুই সদস্যের আঘাত গুরুতর না বলে জানানো হয়েছে।
কীভাবে এ দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ডাচ এনএইচ ৯০ হেলিকপ্টারগুলোর উড়ানোর ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে।
অন্যদিকে হেলিকপ্টারটির প্রস্তুতকারী সংস্থা এনএইচইন্ডস্ট্রিজের তরফ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি সোমবার সন্ধ্যা পর্যন্ত।
প্রধানমন্ত্রী মার্ক রুট এই দুর্ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে জানিয়েছেন, এই দুর্ঘটনায় তিনি হতবাক। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।