ডিএমপি নিউজঃ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রাত্রিকালীন কারফিউ জারি করছে সরকার। শনিবার (২১ নভেম্বর) থেকে এ কারফিউ ঘোষণা দেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম।
তিনি বলেন, ভাইরাসটি খুব দ্রুত গতিতে ছড়াচ্ছে। আগে এমনটি দেখা যায়নি। ফলে পরবর্তী কয়েক সপ্তাহ করোনার এ সংক্রমণ কমাতে আমাদের জরুরি ব্যবস্থা নিতে হবে।
রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউয়ের নির্দেশনা বহাল থাকবে। এছাড়া রাজ্যের ৫৮টি কাউন্টির ৪১টিতে নাগরিকদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৪ লাখ। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত ও মৃত্যু দুই দিক থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র।