ব্রিটিশ প্রিন্স উইলিয়াম আগামী এপ্রিলে নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলায় আক্রান্ত ক্রাইস্টচার্চ পরিদর্শন করবেন। ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হতাহতদের প্রতি সম্মান ও সহানুভূতি জানাতে ব্রিটিশ রানী এলিজাবেথের পক্ষ থেকে তার এ সফর।
গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের আল নুর ও লিনউড মসজিদে নামাজরত অবস্থায় বন্দুধারীর গুলিতে নিহত হন ৫০ জন। নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন। হামলায় আরও ৪৮ জন আহত হন তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।