২৪ এপ্রিল ১৯৭৩ জন্ম নেওয়া ভারতের ক্রিকেটের কিংবদন্তি শচিন টেন্ডুলকার বুধবার পা দিলেন ৪৬’এ ৷ স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের জোয়ারে ভাসছেন তিনি ৷ সতীর্থ থেকে ক্রিকেটের বর্তমান প্রজন্ম, বিসিসিআই থেকে আইসিসি, শচিনকে শুভেচ্ছা জানাতে ভুল করেনি কেউই ৷
টুইটারে শচিনকে অভিনন্দন জানিয়ে আইসিসি লিখেছে, ‘২০০ টেস্ট, ৪৬৩ ওয়ান ডে, ৩৪৩৫৭ আন্তর্জাতিক রান ও অসাধারণ ১০০ সেঞ্চুরি করা কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান শচিন টেন্ডুলোরকে জন্মদিনের শুভেচ্ছা৷’ শুধু পরিসংখ্যান ও শুভেচ্ছা বার্তাতেই ক্ষান্ত হয়নি আইসিসি, পরে শচিনের খেলা সেরা পাঁচটি বিশ্বকাপ ইনিংসের বিবরণও দিয়েছে নিজেদের ওয়েবসাইটে৷
শুধু ক্রিকেট মহলই নয়, শচিনকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন অন্য ক্রীড়াক্ষেত্রের তারকারাও ৷ আইপিএলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ছাড়াও, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, কিংস ইলেভেন পঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের সোশ্যাল অ্যাকাউন্টে সচিনকে শুভেচ্ছা জানিয়েছে৷