ক্রিকেট ইতিহাসে আবারও ছয় বলে ছয় ছক্কার রেকর্ড গড়লেন কিউই ব্যাটসম্যান লিও কার্টার। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লিগ সুপার স্ম্যাশে নর্দান নাইটসের বিপক্ষে ৬ বলে ৬ ছক্কা হাকিয়েছেন কান্টারবুরির হয়ে খেলতে নামা লিও কার্টার।
নর্দান নাইটসের দেওয়া ২২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের ১৬তম ওভারে তাণ্ডব চালান লিও কার্টার। এনটন ডেভচিচের এক ওভারে ৬ টি ছক্কা মারেন তিনি।
শেষ পর্যন্ত কার্টারের ৭ ছক্কা ও ৩ চারে করা ২৯ বলে ৭০ রানে ভর করে ৭ বল বাকি থাকতেই জয় পায় কান্টারবুরি। এছাড়া ২৫ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ম্যাকঞ্চি।
এর আগে ৬ বলে ৬ ছক্কা মারার রেকর্ড গড়ছিলেন আরো অনেকে। তাদের মধ্যে রয়েছেন ভারতের দুজন; এরা হলেন- রবি শাস্ত্রী ও যুবরাজ সিং,। এছাড়া দক্ষিণ আফ্রিকার রয়েছেন হার্শেল গিবস। তাছাড়া এই রেকর্ড ছুয়েছেন কাউন্টি ক্লাবের দুজন। তারা হলেন-নটিংহ্যামশায়ারের স্যার গারফিল্ড সোবার্স, অ্যালেক্স হেলস ও উস্টারশায়ারের রস হোয়াইটলি।