ক্রীড়াজগতে ইন্দ্রপতন। মারা গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন (Shane Warne)। ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্পিনের জাদুকর! আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন ওয়ার্ন।
ডাক্তাররা সর্বস্ব দিয়ে চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। ওয়ার্নের মৃত্যুতে প্রাক্তন থেকে বর্তমান মহারথীরা করলেন টুইট।
ওয়ার্নের মৃত্য়ুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলে। সম্প্রতি থাইল্যান্ডে নিজের ভিলায় গিয়ে থাকছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন ওয়ার্ন। ওয়ার্নের জন্ম ১৯৬৯ সালে।
বাইশ গজের সর্বকালের সেরাদের মধ্য়ে ছিলেন ওয়ার্ন। ১৫৪টি টেস্টে ৭০৮টি টেস্ট উইকেট নেওয়ার নজির রয়েছে তাঁর ঝুলিতে। লাল বলের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।
ওয়ার্নের আগে রয়েছেন দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি মুথাইয়া মুরলীথরন। মুরলীর ঝুলিতে রয়েছে ৮০০ উইকেট। ওয়ানডে ক্রিকেটেও দারুণ সফল ওয়ার্ন। ১৯৪ ম্যাচে ২৯৩টি উইকেট নিয়েছেন তিনি।