বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) আইন-শৃঙ্খলা রক্ষার মত কঠোর দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও সাফল্য প্রদর্শনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ক্রীড়া ক্ষেত্রে টিকে থাকতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে, নিজের সক্ষমতা প্রমাণ করতে হবে।
আইজিপি আজ সোমবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ-২০১৮ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী বাংলাদেশ পুলিশ থ্রোবল ক্লাবের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, বাংলাদেশ পুলিশ থ্রোবল ক্লাবে সদস্যদেরকে এ সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে নিয়মিত অনুশীলন করতে হবে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত থ্রোবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। আইজিপি আশা প্রকাশ করে বলেন, থ্রোবল বাংলাদেশে এখনও জনপ্রিয় হয়ে উঠেনি, কালক্রমে এ খেলাটি আমাদের দেশেও জনপ্রিয় হয়ে উঠবে। তিনি স্কুল কালেজের শিক্ষার্থীদের মাঝে থ্রোবল খেলাকে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ থ্রোবল ক্লাবের সভাপতি মোঃ মহসিন হোসেন, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজিবৃন্দ, বাংলাদেশ পুলিশ থ্রোবল ক্লাবের কোচ ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
গত ২৬-২৮ অক্টোবর, ২০১৮ তারিখে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা এবং মালয়েশিয়ার ৯টি থ্রোবল ক্লাবের মধ্যে এশিয়ান ক্লাব থ্রোবল চ্যাম্পিয়নশিপ-২০১৮ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ থ্রোবল ক্লাব নক আউট খেলার মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ থ্রোবল ক্লাব ২০১৪ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় থ্রোবল দলের হয়ে ৯ জন সদস্য আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে একবার স্বর্ণ পদক, দুইবার রৌপ্য পদক ও ৪ বার ব্র্রোঞ্জ পদক লাভ করে। জাতীয় থ্রোবল প্রতিযোগিতা তিনবার অনুষ্ঠিত হয়, বাংলাদেশ পুলিশ তিনবারই চ্যাম্পিয়ন হয়। এছাড়া, বাংলাদেশের বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশ পুলিশ থ্রোবল ক্লাব ১৯ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।