আসলে চোখ যে কত গুরুত্বপূর্ণ, তা আমরা সর্বদা মনে রাখি না, মনে রাখতে পারি না। চোখকে সদা সর্বদা আমরা অবলীলায় ব্যবহার করি, অনায়াসে। তার গুরুত্ব সব সময়ে আমরা অনুভব করি না। চোখকে ভালো না বাসলে চোখ সম্বন্ধে সচেতন হওয়া যায় না।
এখন জীবনযাপন সংক্রান্ত নানা জটিলতা আমাদের গ্রাস করে। তা থেকে রেহাই না পেলে শরীরের নানা অঙ্গ বিকল হয়ে যায়। সব চেয়ে বেশি ক্ষতি করে ডায়াবেটিস। এই রোগটি চোখ কিডনি-সহ নানা অঙ্গের ক্ষতি করে দেয়। ফলে সুস্থ ভাবে জীবন যাপন শুধু যে নানা জটিল থেকে আমাদের দূরে রাখে তাই নয়, তা চোখকেও ভালো রাখে।
চোখ ঠিক রাখতে মেনে চলুন এই কয়েকটি নিয়ম:
〈♦〉 নিয়মিত আই চেক-আপ করান, নিয়মিত চক্ষুপরীক্ষা চোখের অনেক বিপদ নিবারণ করে।
〈♦〉 সচেতনতাই হল চোখ রক্ষার আসল হাতিয়ার। ফলে চোখ-সংক্রান্ত যে কোনও বিষয়েই সন্দেহ হলেই সাবধান হোন।
〈♦〉 নিয়মিত সানগ্লাস পরে চোখকে অতি বেগুনী রশ্মির ক্ষতি থেকে রক্ষা করুন।
〈♦〉 ল্যাপটপ, কম্পিউটার, টিভি, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকুন।
〈♦〉 শরীরের গ্লুকোজ-লেভেল ঠিক রাখুন। রক্তচাপও নিয়ন্ত্রণে রাখুন। এগুলিকে পরোক্ষে চোখকে ভালো রাখবে।
〈♦〉 সামগ্রিক ভাবে একটি হেলথি লাইফস্টাইল মেনে চলতে হবে, খেতে হবে হেলথি ডায়েট, নিয়মিত শরীরচর্চা করতে হবে।
〈♦〉 ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকতে হবে।
এই কয়েকটি নিয়ম মেনে চললে সুফল মিলবেই।