খাদ্য সংকট বেড়েছে উত্তর কোরিয়ায়। চলতি বছর বিষয়টি স্বীকার করেছে দেশটি। ঘাটতি মেটাতে এ বছরের চেয়ে আগামী বছর ১ লাখ ৮৫ হাজার টন খাদ্য বেশি আমদানি করতে হবে। খবর এশিয়া নিউজ।
খবরে বলা হয় উত্তর কোরিয়ায় দীর্ঘদিন ধরে কৃষিখাতের অবস্থা খুবই খারাপ। এ কারণে মাঝেমধ্যেই সেখানে দুর্ভিক্ষ দেখা দেয় যাতে হাজার হাজার মানুষ মারা যায়।
কিছু পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯০ দশকের মাঝামাঝি সময়ে উত্তর কোরিয়ায় দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। অবশ্য তারপরেও কৃষি ক্ষেত্রে খুব বেশি উন্নতি করতে পারেনি দেশটি। উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) কাছে দেশটির প্রধানমন্ত্রী প্যাক পং জু বলেন, এই সংকট তৈরি হয়েছে কিছু খামার এবং তাদের শাখাগুলোর ব্যর্থতার জন্য।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) হিসাব বলছে, আগামী বছর উত্তর কোরিয়াকে ৬ লাখ ৪১ হাজার টন খাদ্য আমদানি করতে হবে। এ বছর দেশটিতে আমদানিকৃত খাদ্যের পরিমাণ ছিল ৪ লাখ ৫৬ হাজার টন। এর মধ্যে ক্রয়কৃত খাদ্য ছিল ৩ লাখ ৯০ হাজার টন এবং বাকিটা সাহায্য হিসেবে আসে।