ডিএমপি নিউজঃ খিলক্ষেত থানার উদ্যোগে জুয়া, মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে।
১৯ অক্টোবর’১৯ বিকাল ৩.৩০ টায় খিলক্ষেত থানার উদ্যোগে নিকুঞ্জ-২ কল্যান সমিতির মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল সোবহান চৌধুরী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা। এছাড়াও উপস্থিত ছিলেন এ কে এম জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব মোঃ কেরামত আলী দেওয়াত বীরমুক্তিযোদ্ধা, চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন।
সমাবেশে বক্তারা জুয়া, মাদক ও জঙ্গি বিরোধী বক্তব্য উপস্থাপন করেন। বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ৩০০০ লোক নানা ধরনের পোস্টার, ফেস্টুন এবং ব্যানার নিয়ে জুয়া, মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। খিলক্ষেত থানা এলাকায় বসবাসরত সাধারণ জনগনসহ সর্বস্তরের জনগণ খিলক্ষেত থানার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং জুয়া, মাদক, ইভটিজিং ও জঙ্গি দমনে সবধরনের সহায়তার আশ্বাস প্রদান করেছেন।