রাজধানীর খিলগাঁওয়ে আশা এনজিও এর জুনিয়র লোন অফিসার খুনের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত রেজা ওরফে রাজা (৩৮) কে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। ১৮ মে, ২০১৮ খিলগাঁও এর সি ব্লকের তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। পুলিশ বিজ্ঞ আদালতে প্রেরণ করলে গ্রেফতারকৃত রেজা ওরফে রাজা স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
উল্লেখ্য, চলতি মাসের ১২ তারিখ খিলগাঁও এর আশা এনজিও এর জুনিয়র লোন অফিসার বেলাল হোসাইন এক লক্ষ বিশ হাজার টাকাসহ নিখোঁজ হন। পরদিন অর্থাৎ ১৩ মে, ২০১৮ ওই এনজিও এর ব্রাঞ্চ ম্যানেজার আফরোজা বেগম খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী করেন। আর তারপর দিন ১৪ মে, ২০১৮ সকাল পৌনে দশটায় খিলগাঁও থানার গৌড়নগর বাথপাড়া বালু নদী হতে একটি ভাসমান যুবকের মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। এই যুবকের মৃতদেহকে তার ভাই মামুনুর রশিদ বেলাল হোসাইনের মৃতদেহ হিসেবে সনাক্ত করেন। খুনের মামলা হয় খিলগাঁও থানায়।
তদন্তে নামে থানা পুলিশ। কয়েকদিনের মধ্যেই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তকে গ্রেফতার করে ডিএমপি’র খিলগাঁও থানা পুলিশ। এই ঘটনায় লুন্ঠন হওয়া এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে পুলিশ ৫৪ হাজার টাকা উদ্ধার করেছে। বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশ।