ডিএমপি নিউজ: রাজধানীর খিলগাঁওয়ে স্ত্রী মাহমুদা আক্তার মুন্নিকে হত্যার অভিযোগে তার স্বামী সাইফুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। আজ ১২ মে’১৭ সকাল সাতটায় গৃহবধু মাহমুদা রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যায়। সে আট মাসের অন্তঃসত্ত্বা ছিল। ঐ হাসপাতাল থেকেই সাইফুল্লাহকে গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানা সূত্র জানা যায়, সুরতহাল রিপোর্টে ভিকটিমের শরীরে ২/৩টি বড় লাল দাগের চিহ্ন পাওয়া গেছে। তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা যায়, গতকাল রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপক ঝগড়া হয়েছিল।
আসামীর বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।