রাজধানীর খিলগাঁও এর খিদমাহ হাসপাতালের সামনে ও পূর্ব গোড়ান এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১৮১৫০ পিস ইয়াবাসহ সাতজনকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁও থানা সূত্রে জানানো হয়, ২৭ জুন ২০১৮ রাত দশটায় একজন নারীসহ তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-মোসাঃ ইতি (২৫), মোঃ আলমগীর বিশ্বাস (৩৭) ও মোঃ আল আমিন (৪৫)। এসময় থানা পুলিশ তাদের হেফাজত হতে ১৮০০০ পিস ইয়াবা উদ্ধার করে।
দিনের পৃথক এক অভিযানে থানা পুলিশ খিলগাঁও এর পূর্ব গোড়ান এলাকা হতে রাত সাড়ে নয়টায় মোছাঃ হাছনা আক্তার (লিজা) (৩৫), আফরোজা আক্তার লিমা (২৫), মোসাঃ মাইসা আক্তার ওরফে মনিষা (১৬) ও সোনিয়া (২০) নামে চারজনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।