ডিএমপি নিউজঃ রাজধানীর খিলগাঁও থেকে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম, মোঃ সাগর হোসেন (২১)। সে ফরিদপুরের বোয়ালমারী থানার কান্দাকুল গ্রামের মোঃ জসিম উদ্দিনের পুত্র।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
১২ মার্চ’১৮ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খিলগাঁও খিদমাহ হাসপাতাল হতে মুগদা অভিমুখী সড়কের বাম পাশের ফুটপাতের উপর হতে তাকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে তার বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।