বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় রুজুকৃত মামলায় নিষিদ্ধ সংগঠন খিলগাঁও ২নং ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি মো: সোহাগ (২৩) কে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৪) রাত ০৯:০০ ঘটিকায় খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৪ বিকালে খিলগাঁও আবাসিক এলাকার পল্লীমা স্কুলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেন মোঃ সোহেল। আন্দোলনরত ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় সোহেল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় গত ০৫ অক্টোবর ২০২৪ ভিকটিম সোহেল বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
তদন্তাধীন এ মামলায় ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সোহেলের ওপর আক্রমণের সাথে জড়িত ছাত্রলীগ নেতা সোহাগকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।