রাজধানীর খিলগাঁওয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি পিকআপ ট্রাক উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৪ খ্রি.) বিকাল ৫:০৫ ঘটিকায় রাজধানীর কারওয়ান বাজার পেট্রোবাংলা ভবনের সামনে অভিযান চালিয়ে পিকআপটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর ২০২৪ রাত আট ঘটিকা হতে এগারো ঘটিকার সময়ে রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত কনস্ট্রাকশন সল্যুশনস নামক একটি প্রতিষ্ঠানের গোডাউনে প্রবেশ করে অজ্ঞাতনামা ১৫/২০ জনের একটি দল প্রতিষ্ঠানের কর্মচারীদের আগ্নেয়াস্ত্রের মুখে কন্টেইনারের ভেতর আটকে রেখে গোডাউনে থাকা নগদ ৩ লক্ষ ৮০ হাজার টাকা লুট করে। পরবর্তীতে একটি পিকআপ ট্রাকে করে গোডাউনে থাকা প্রায় তেত্রিশ লক্ষ টাকার মালামাল, ১টি মোটরসাইকেল ও ১৫টি মোবাইলফোন নিয়ে যায়। গত ১৫ অক্টোবর ২০২৪ তারিখ রাত আটটার দিকে খিলগাঁও থানার মেরাদিয়া নয়াপাড়া এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মোঃ রাসেল (৪৫), ২। মোঃ মীর হোসেন (২৪) ও ৩। মোঃ আবুল হাসান (২২) তিনজনকে গ্রেফতার করা হয়েছিল।
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজ ডাকাতির কাজে ব্যবহৃত সেই পিকআপ ট্রাকটিই খিলগাঁও থানা পুলিশ কর্তৃক উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।