ডিএমপি নিউজ : রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতের নাম মো. ইকবাল হোসেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ আলম মোঃ আখতারুল ইসলাম, পিপিএম ডিএমপি নিউজকে জানান, শনিবার বিকাল ৫:৩০ টায় খিলগাঁওয়ের তিলপাপাড়া তারাবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ইকবাল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি করতো।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে বলেও তিনি জানান।