ডিএমপি নিউজঃ রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হল-মর্জিনা বেগম (৩২) ও কালু মল্লিক (১৯)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
০২ মার্চ, ২০১৯ ভোর সাড়ে পাঁচটার দিকে খিদমাহ হাসপাতালের সামনে চেকপোস্ট ডিউটি করাকালে তাদের দেহ তল্লাশি করে উল্লেখিত সংখ্যক ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মর্জিনা বেগমের দেহ তল্লাশি করে তার হেফাজত হতে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও কালু মল্লিকের দেহ তল্লাশি করে তার হেফাজত হতে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে।