ডিএমপি নিউজ: রাজধানীর খিলগাঁও থানা এলাকার ব্লক-সি, বাসা নং-৫২৪, নিচ তলার ডান পাশ, পান্থ নিবাসে চুরির ঘটনায় ছবিতে প্রদর্শিত একজনকে খুঁজছে খিলগাঁও থানা পুলিশ।
চুরির ঘটনায় রুজুকৃত মামলার তথ্যানুযায়ী জানা যায়, গত ১৫ জানুয়ারী ২০২৩ তারিখ দুপুর ১৩:০০ থেকে ১৩:২০ ঘটিকার মধ্যে খিলগাঁও থানাধীন ব্লক-সি, বাসা নং-৫২৪, নিচ তলার ডান পাশ, পান্থ নিবাসে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় একজন পুরুষ (যার পরনে টি-র্শাট এবং জিন্স প্যান্ট) উক্ত স্থান থেকে পালিয়ে যাচ্ছে। চুরি ঘটনায় তাকে সন্দেহ করা হচ্ছে।
মামলার সুষ্ঠু তদন্তের জন্য ছবি ও ভিডিও ফুটেজে প্রদর্শিত ব্যক্তির সন্ধান জানা প্রয়োজন। যদি কেউ উক্ত ব্যক্তির সন্ধান জেনে থাকেন তা হলে খিলগাঁও থানার মামলা তদন্তকারী অফিসার এসআই রোকন উদ্দিন (০১৭৬৫-০৩২২৮১) অথবা অফিসার ইনচার্জ খিলগাঁও থানার (০১৩২০০৪০২১৬) সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।