ডিএমপি নিউজঃ ২৫ জুলাই ২০২২, সোমবার বিকেলে কামাল নামে একজন কলার খালিশপুর খুলনা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান তার বাড়ির বাউন্ডারি ওয়ালের পাশে রাস্তায় একটি নবজাতক ছেলে শিশুকে কে বা কারা যেন ফেলে রেখে গেছে। তারা শিশুটিকে নিজেদের কাছে রেখেছেন। কলার আইনী সহায়তার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।
৯৯৯ কলটেকার কনস্টেবল ইলিয়াস কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল ইলিয়াস তাৎক্ষণিকভাবে খালিশপুর থানায় বিষয়টি জানিয়ে শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়।
পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার এস আই মোঃ মনসুর কলার এবং সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে যোগাযোগ করে পুলিশী তৎপরতার আপডেট নিতে থাকেন। সংবাদ পেয়ে খালিশপুর থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সরকারি ছোট সোনামনি নিবাস কেন্দ্রে হস্তান্তর করা হয়।
খালিশপুর থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এসআই হাশমত আলি ৯৯৯ কে বিষয়টি নিশ্চিত করেন।