ডিএমপি নিউজ: খুলনায় বোমা তৈরির সরঞ্জামাদিসহ নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা হল-নুর মোহাম্মদ অনিক (২৪) ও মো. মোজাহিদুল ইসলাম রাফি (২৩)। তারা উভয়ই খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
২৫ জানুয়ারি, ২০২০ রাত ২.৩০ টা থেকে ভোর ৫.৩০ টা পর্যন্ত সোনাডাঙ্গা মডেল থানার গল্লামারী রোডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত হতে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু ডিএমপি নিউজকে জানান, গ্রেফতারকৃতরা নব্য জেএমবি’র সদস্য। স্যোসাল মিডিয়ার মাধ্যমে উগ্রবাদী মতাদর্শে আকৃষ্ট হয় এবং পর্যায়ক্রমে নব্য জেএমবি’র আদর্শে অনুপ্রাণিত ও প্রভাবিত হয়। অনলাইনের মাধ্যমে বাইয়্যাত গ্রহণ করে তারা একটি সেল গঠন করে। পরবর্তী সময়ে নিজেরাই নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার উদ্দেশ্যে আইইডি তৈরির কারিগরি জ্ঞান আয়ত্ত্ করে।
গ্রেফতারকৃতরা গত ২৩ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে খানজাহানআলী থানাধীন কৃষকলীগ অফিসে এবং ০৫ ডিসেম্বর, ২০১৯ তারিখে আড়ংঘাটা থানার গাড়ি রাখার গ্যারেজে বোমা বিস্ফোরণ এর ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিল। তারা উক্ত ঘটনা দুটিতে তাদের প্রস্তুতকৃত বোমা দূর নিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণ সংগঠনের এক মাস পূর্বে তারা স্থান নির্বাচনের জন্য রেকি করে মর্মে ঐ কর্মকর্তা জানান ।