ডিএমপি নিউজ : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের এফডিসি গেট সংলগ্ন ডাউন রাম্প যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। একই সাথে ট্রাফিক তেজগাঁও বিভাগের সুপারিশ অনুযায়ী যান চলাচল স্বাভাবিক রাখতে রেইনবো ইন্টারসেকশনে সংস্কার কাজ শুরু হয়েছে।
আজ বুধবার (২০ মার্চ) এফডিসি গেট সংলগ্ন রাম্প উন্মুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
মন্ত্রী বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে মহানগরবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এটি। এছাড়াও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে রেইনবো ইন্টারসেকশন কেন্দ্রীক বেশ কিছু সুপারিশ করেছিলেন যা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ধাপে ধাপে সম্পন্ন করছে।
ট্রাফিক তেজগাঁও বিভাগের সুপারিশসমূহ আগামী ২/৩ দিনের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে মন্ত্রী আশ্বস্ত করেন এবং ট্রাফিক তেজগাঁও বিভাগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান বিপিএম, ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোস্তাক আহমেদ, ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ঢাকা মহানগরীর সড়ক অবকাঠামো উন্নয়ন ও যানযট নিরসনে সরকারের একটি গুরুত্বপূর্ণ ও সফল প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ট্রাফিক তেজগাঁও বিভাগ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানে আগত অতিথিদের যাতায়াত সুষ্ঠুভাবে সম্পন্ন করে।