আগেও ভারতীয় অনেক ক্রিকেটার বড় পর্দায় কাজ করেছেন। অজয় জাডেজা, বিনোদ কাম্বলির নাম আমরা জানি। তাদের ধারাবাহিকতায় এবার বড় পর্দায় অভিষেক হতে চলেছে ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিংয়ের। ছবির নাম ‘ফ্রেন্ডশিপ‘। এতে মুখ্য চরিত্রেই অভিনয় করছেন হরভজন সিং। এক টুইট বার্তায় ছবিটির নির্মাতারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতের একাধিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, ‘ফ্রেন্ডশিপ‘ সিনেমাটি পরিচালনা করেছেন জেপিআর ও শ্যাম সূর্য। সম্ভবত এ বছরই মুক্তি পাবে ছবিটি। হরভজনের স্ত্রী গীতা বসরা বলিউডের একজন আলোচিত নায়িকা। ২০১৫ সালে পাঞ্জাবের জলন্দরে ধুমধাম করে পাঞ্জাবি রীতিতে বিয়ে করেন হরভজন সিং ও গীতা বসরা।
এই ছবিতে গীতা থাকছেন কীনা এ নিয়ে কোনো তথ্য জানা যায়নি। এর আগে গায়কের ভূমিকায় অবর্তীর্ণ হয়ে ভক্তদের মাঝে সাড়া জাগিয়েছিলেন তিনি।
ভারতীয় দলের হয়ে ১০৩ টেস্ট খেলেছেন ৪১৭ উইকেট লাভ করেন হরভজন। ২৩৬টি একদিনের ম্যাচ খেলে ২৬৯টি উইকেট পেয়েছেন তিনি। ২০১৫ সালে শ্রীলংকার বিরুদ্ধে ক্যারিয়ারের শেষ টেস্ট ছিল তার। সে বছরই মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেন হরভজন।