প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে আজ দুপুরে তাঁর সরকারি বাসভবন গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করেছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
জলাধারগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করা এবং বিলুপ্ত প্রজাতির মাছ রক্ষার্থে জনগণের সচেতনতা তৈরির জন্য সারাদেশে চলতি বছরের ১৮ থেকে ২৫ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।–বাসস