বিশ্বতাপমাত্রা এত ঊর্ধ্বমুখী যে, তা ক্রমশ ভয়জাগানো একটা পরিস্থিতি তৈরি করছে। এরই মধ্যে গতকাল মঙ্গলবার জাতিসংঘ এক ভয়ংকর সতর্কতা জারি করল। জানাল, ধ্বংসের মুখে বিশ্ব। ক্রমবর্ধমান উষ্ণতার জেরে তীব্রভাবে বিপন্ন হয়ে পড়ছে এ গ্রহ। এর আগেই জানা গিয়েছিল, এটি উষ্ণতম দশক চলছে এবং গত বছরটি, ২০২৩ সালটি ছিল উষ্ণতম বছর। কিন্তু যা শুনে এখনই সকলের আত্মারাম খাঁচাছাড়া হয়ে পড়ছে, তা হল, চলতি ২০২৪ গত ২০২৩-এর চেয়েও উষ্ণ বছর হতে চলেছে!
ভয়ংকর উষ্ণতার জেরে গত বছর হিমবাহগুলি রেকর্ড পরিমাণ বরফ হারিয়েছে। বরফ গলেছে মেরুসমুদ্রগুলিতেও। জাতিসংঘের নিজস্ব আবহাওয়া দফতর ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন (WMO) জানিয়েছে, আজ পর্যন্ত যত বছরের তাপমাত্রা নথিবদ্ধ রয়েছে, তার মধ্যে গত ২০২৩ সালটিই ছিল সবচেয়ে বেশি উষ্ণ। এতই বেশি উষ্ণ যে, তার ধারে-কাছে ছিল না কোনও বছরের পরিসংখ্যানই।
তবে ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন (WMO) এখানেই না থেমে জানিয়ে দিয়েছে, এটাই শেষ নয়, চলতি বছরটি আরও উষ্ণ হবে। এবং যা বোঝা যাচ্ছে, তাতে হয়তো এই ২০২৪ সালটিই হতে চলেছে সবচেয়ে গরম একটি বছর! ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন (WMO)-এর প্রধান ওমর বদ্দুর পরিষ্কার বলেছেন, ওয়ার্মেস্ট ১০-বছর সময়-পর্বের একটা অংশ মাত্র গত ২০২৩! তাঁর কথার অন্তর্নিহিত অর্থ হল– এই তো সবে খেলা শুরু, এখনও অনেক কিছু দেখা বাকি।
আর এই প্রসঙ্গেই প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব স্বয়ং আন্তোনিয়ো গুতেরেস। তিনি ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশনের তথ্য জেনে বলেন, এই গ্রহটি বিপন্ন– প্ল্যানেট অন দ্য ব্রিংক! একটি ভিডিয়োবার্তায় তিনি বলেন, জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে পুড়িয়ে পৃথিবীকে ক্রমশ খাদের ধারে এনে ফেলা হয়েছে। দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে চলেছে এ গ্রহ!-জি নিউজ