চীনের পর ফেব্রুয়ারিতে করোনার মহামারি শুরু হয় দক্ষিণ কোরিয়ায়। অথচ গত ২৪ ঘণ্টায় দেশটিতে স্থানীয় সংক্রমণ নেই।মহামারি শুরুর পর প্রথম এমন ঘটনা ঘটলো দক্ষিণ কোরিয়ায়।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি বলছে, বৃহস্পতিবার নতুন করে চারজন করোনায় আক্রান্তের খবর মিলেছে। প্রত্যেকেই বাইরে থেকে সংক্রমিত। চারজনকেই পাওয়া গেছে বিমানবন্দরে। তাতে দক্ষিণ কোরিয়ায় মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে ১০ হাজার ৭৬৫ জনে। মৃত্যু হয়েছে একজনের, মোট ২৪৭।
দুই মাসে এটাই সর্বনিম্ন সংক্রমণ বলে জানিয়েছে কোরিয়া সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।
করোনা সংক্রমণের মধ্যেই দক্ষিণ কোরিয়া নির্বাচনও আয়োজন করেছিল, যেখানে প্রথম দফায় ভোট দিয়েছিল করোনা রোগীরাও।