ডিএমপি নিউজঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০৪৬টি মামলা ও ১০,০৭,০৫০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ২৬টি গাড়ি ডাম্পিং ও ৬৫৩টি গাড়ি রেকার করা হয়।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখিত মামলা ও জরিমানা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২৮৭টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৫৮টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ১০টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক বিভাগ।
ট্রাফিক সূত্রে আরো জানা যায়, ট্রাফিক আইন অমান্য করার কারণে ৮২৪টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯২টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৪টি মামলা দেওয়া হয়।
৩০ নভেম্বর, ২০১৮ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।
ডিএমপি ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হয়।